Thursday , September 12 2024

111th Prize Bond Draw 2023

১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১১তম ‘ড্র’ অনুষ্ঠিত হয়েছে। এতে ছয় লাখ টাকার প্রথম পুরস্কার বিজয়ী সিরিজের ০৬৪০৮৬৪ নম্বর এবং তিন লাখ ২৫ হাজার টাকা বিজয়ী দ্বিতীয় হয়েছে ০৬৬৮১৯০ নম্বর।

রোববার (৩০ এপ্রিল) ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইলসামের সভাপতিত্বে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ ড্র হয়।

বিজ্ঞাপন

একক সাধারণ পদ্ধতি বা প্রত্যেক সিরিজের একই নম্বরে প্রাইজবন্ডের ড্র পরিচালিত হয়। প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের মোট ৭৩ সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যা এবারে পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়েছে।

এবারের ড্রতে ০০০০০০১ থেকে ১০০০০০০ ক্রম সংখ্যার অন্তর্ভুক্ত বন্ডের ৪৬টি সাধারণ সংখ্যা পুরস্কারের জন্য ঘোষণা করা হয়েছে। একক সাধারণ পদ্ধতিতে (অর্থাৎ প্রতি সিরিজের জন্য একই নম্বর) এ ড্র পরিচালিত হয়।

বর্তমানে প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের ৭৩টি সিরিজ যথা- কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝা, কএ, কট, কঠ, কড়, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খথ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড়, খাঢ, খথ, খদ, খন, খপ, খফ, খব, খম, খল, খশ, খষ, খস, খহ, গক, গথ, গগ, গঘ, গঙ, গচ, গছ, গজ, গঝ, গঞ, গট, গঠ, গড়, গঢ, গথ, গদ, গন, গফ, গব, গম ও গল এ ড্রয়ের আওতাভুক্ত।

উপরের সিরিজসমূহের অন্তর্ভুক্ত ৪৬টি সাধারণ সংখ্যা পুরস্কারের যোগ্য বলে ঘোষিত হয়। নিম্নবর্ণিত সংখ্যার প্রাইজবন্ডগুলো সাধারণভাবে প্রত্যেক সিরিজের ক্ষেত্রে পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়।

তৃতীয় পুরস্কার বিজয়ী এক লাখ টাকার দুটি বিজয়ী সিরিজ ০০৮১৭৫৫ ও ০২৬৮১১০, চতুর্থ পুরস্কার বিজয়ী ৫০ হাজার টাকার দুটি সিরিজ ০৬৫৫৮২২ ও ০৯১৭৭৪২। এছাড়া পঞ্চম পুরস্কার বিজয়ী ৪০টি সংখ্যা ১০ হাজার টাকা করে পাবেন।

বিজ্ঞাপন

৪০টি পঞ্চম পুরস্কারের নম্বর
০০৯২২০১, ০১২৮৬৯৭, ০১২৮৮৮৫, ০১৩৮৮১৬, ০১৪০৫০৮, ০১৪৯৭৯৮, ০২৫০৪১৭, ০১৮২২১০, ০২৩৬১৫২, ০২৬৫৬৮৯, ০৩০০২৬৫, ০৩০৮১০১, ০৩১৫৯৮২, ০৩৪৭৬২৪, ০৪১২৭৯০, ০৪১৪৬৪৪, ০৪১৫৯৪৫, ০৪৩৫১২৮, ০৪৬৮৩৫১, ০৪৭৭২৪৫, ০৪৯৮৩৩০, ০৫১১৬৬৩, ০৫৩৩৬৫৯, ০৫৬২৬৭৮, ০৬০৬৩৮৯, ০৬০৯৩৬২, ০৬০৯৭৮৫, ০৬৪৪৪৬৯, ০৬৪৭৬৩৫, ০৬৫০৫৪১, ০৬৮৭৪১১, ০৭৮২৩৯০, ০৭৯২২৫৯, ০৮৬৩২১৯, ০৮৬৫০৬৩, ০৮৮৯৬৬৫, ০৯০০৪২৯, ০৯২২১৪০, ০৯৪১৯২৩ এবং ০৯৭১৯২৮।

ড্রয়ের নির্ধারিত তারিখ হতে ৬০ (ষাট) দিন আগে (বিক্রির তারিখ ধরে এবং ড্রয়ের তারিখ বাদ দিয়ে) যে সব প্রাইজবন্ড বিক্রি হয়েছে, সেগুলো ড্রয়ের আওতায় এসেছে।

আয়কর অধ্যাদেশ-১৯৮৪-এর ৫৫ ধারার নির্দেশনা অনুযায়ী- ১৯৯৯ সালের ১ জুলাই হতে প্রাইজবন্ডে পুরস্কারের অর্থ হতে ২০ শতাংশ হারে উৎসে কর কর্তন করার বিধান রয়েছে।

Prize bond is a popular and risk-free investment option in Bangladesh. It is a lottery bond issued by the Bangladesh Bank that offers cash prizes for lucky winners. The prize bond draw is held four times a year, on the last day of January, April, July, and October.

The 111th prize bond draw will be held on April 30, 2023 at Dhaka Divisional Commissioner Conference Room1. The draw will be conducted by the Bangladesh Bank using a computerized system. The result will be published on the same day on the Bangladesh Bank website www.bb.org.bd2. You can also check the result from this website by entering your bond number or downloading the PDF file.

The prize bond has a face value of 100 taka and there are six series of bonds (A, B, C, D, E, and F). Each series has 10 lakh bonds and each bond has a unique number. The total number of bonds is 6 crore3.

The prize bond offers attractive cash prizes for the lucky winners. The first prize is 6 lakh taka for one bond of each series. The second prize is 3 lakh 25 thousand taka for one bond of each series. The third prize is 1 lakh taka for two bonds of each series. The fourth prize is 50 thousand taka for three bonds of each series. The fifth prize is 10 thousand taka for forty bonds of each series3.

The total number of prizes is 2,394 and the total amount of prizes is 15 crore 12 lakh taka3. The prizes are tax-free and can be claimed within two years from the date of draw2.

If you have bought a prize bond, you can check your luck by participating in the 111th prize bond draw on April 30, 2023. You can also buy new bonds from any branch of Bangladesh Bank or any scheduled bank in Bangladesh2. The prize bond is a safe and profitable investment that can make you rich overnight.


I hope this content helps you. If you want to improve it or rewrite it in a different style, you can ask me for assistance.????

About Rashed zaman

I'm Rasheduzzaman Shamim. I interested in blogging. I also the local newspaper reporter. That's it. Thanks for reading my bd job vacancy Circular, BD Result Provider Post.